
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন। এদিকে লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন আল হদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন।
সোমবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ নিয়োগ দেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশ সূত্রে, শহীদ জিয়াউর রহমান হলের সদ্য সাবেক প্রভোস্ট আব্দুল জলিল পাঠানের দায়িত্বের অবসান ঘটিয়ে ড. জাকিরকে এ পদে নিয়োগ দেয়া হয়। এছাড়া লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের দায়িত্বের অবসায়ন ঘটিয়ে ড. আকতারকে নিয়োগ দেয়া হয়। আগামী ১ বছর তারা এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তাদের ক্যাম্পাসে বসবাস করতে নির্দেশনা দেয়া হয় অফিস আদেশে। এছাড়া সদ্য সাবেক প্রভোষ্টদেরকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
জিয়াউর রহমান হলের নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড শেখ এ বি এম জাকির হোসেন বলেন, আমাকে এ দায়িত্বের জন্য মনোনীত করায় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি হলের সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য আমার সাধ্যমত চেষ্টা করবো। এ কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য।