
নিজস্ব প্রতিনিধিঃ লাঙ্গলঝাড়ার আব্দুল আজিজ মল্লিকের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল ১ টায় লাঙ্গলঝাড়া মাদ্রাসা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মরহুম স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।।
জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের সুযোগ্য সন্তান ঝাউডাঙ্গার ডিগ্রী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা মতিউর রহমান।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার হাফিজুর রহমান’র সঞ্চালনায় জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, লাঙ্গলঝাড়া ইউ.পি চেয়ারম্যান অধ্যাপক এম.এ কালাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ওমর আলী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ওসমান গনি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম। জাতীয় ইমাম সমিতি কলারোয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফারুকী। শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস, মাওলানা ইসমাইল হোসাইন সিরাজী, মাওলানা আব্দুস সবুর, মাওলানা কামরুজ্জামান, মাওলানা মশিউর রহমান, মাওলানা ইমামুল ইসলাম, অধ্যাপক ইমামুল হক, অধ্যাপক আজহারুল ইসলাম প্রমূখ।
আলোচকবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।