সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় আরো ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ১৭৮ জন। সোমবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্টে ৯ পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে শ্যামনগরের ৪ জন, কলারোয়ার ৮ জন ও একজন অজ্ঞাত।
আক্রান্তরা হলেন, শ্যামনগরের ঈশ্বরীপুর এলাকার জি এম শোকর আলী, বংশীপুর এলাকার শহীদুল ইসলাম, নকিপুর এলাকার মনোদ্বীপ কুমার গাইন, কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুফিয়া খাতুন, কলারোয়ার মঞ্জুরুল, কলারোয়ার হেলাতলা ইউনিয়নের কাজিরহাট এলাকার আনারুল ইসলাম, লহ্মীখোলা এলাকার আব্দুর রউফ, কলারোয়ার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফরিদ হোসেন ও জনৈক মোশাররফ হোসেন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ১৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here